ভগবানের কাছে আমার এইটুকু নিবেদন,
যা কিছু আছে আমার তাতেই যেন
শান্তিতে থাকি সর্বক্ষণ।
অর্থে লালসায় যেন কভু না দেই
অন্যের সম্পদের দিকে চোখ,
নিজের সখটুকু পূর্ণ করে নিবো
তাতে হোক কয়েক যুগ পার হোক।
অন্যের সাথে মিথ্যে প্রতিযোগিতা করে
যেন না করি সময় নষ্ট,
জীবন অল্প কয়েক দিনের কি দরকার
বাড়ানোর মিথ্যে কষ্ট।
অন্য ঘরের রঙিন আলো দেখার আশায়
যেন কভু না করি আপন হওয়ার নাটক,
যাদেরকে ভালোবাসি শুধু তাদের জন্য প্রদীপ জ্বালিয়ে আমার সত্য ভালোবাসা হোক।
অন্য পুরুষ সম্পদশালী, বেজায় শক্ত পোক্ত পেশি
উপর থেকে মিষ্টিভাষী,নায়ক সম রুপ ও হাসি।
কি দরকার এসব দেখার ঘরের পুরুষের কিছু না থাক তভুও যেন তাকে ভালোবাসি।
হে ভগবান চরিত্র বিক্রি করে যেন কভু না চলি।
ছোট এ জীবনে যেন সবার ভালোবাসা নিয়ে
একসাথে থাকতে পারি।
✍️কেয়া বিশ্বাস 🌿
0 মন্তব্যসমূহ