মধ্যবিত্ত...
হলে আশেপাশের মানুষ গুলোর ব্যবহারেও অনেক পার্থক্য দেখা...
এ যেমন ধরুন.
*ভালো কোনো অনুষ্ঠানে কাছের আত্মীয়রা ও নিমন্ত্রণ করতে ভুলে যায়।
*আপন মানুষেরা দামী কিছু উপহার দেওয়ার প্রয়োজন মনে করে না ঐ একটা কিছু হলেই হয়।
*কোথাও ঘুরতে গেলে বেলি ফুলের মালা কিংবা গোলাপ কেউ সখ করে কিনে দেয় না।
*বাসি কিংবা খেতে ভালো না লাগা খাবারটা নির্দ্বিধায় মধ্যবিত্তকে দিয়ে চালিয়ে নেওয়া যায়।
*একটু হিসেব করে সারা মাস চলতে গেলে কাছের মানুষেরা নির্দ্বিধায় বাপের অবস্থা নিয়ে খোঁটা দিয়ে মজা পায়।
আর আমরা মধ্যবিত্ত সবার সব কথা শুনে কোনো জবাব না দিয়ে এমনই জীবন পার হলেই হয়

0 মন্তব্যসমূহ