M.B.A শেষ করার পর আমার অনুভূতি...
কেন যে লেখাপড়া করলাম,?
ক্লাস -৯ এ বিয়ে করলে এখন দুই বেবির মা থাকতাম রান্না করা,
সংসার সামলানো সব শেষে একটু শান্তিতে ফেসবুক চালাতে পারতাম।
ক্লাস নাইন থেকে টেন আমার যে সব বান্ধবীদের বিয়ে হয়েছিলো|
ওদের বলতাম সারা জীবন রান্না ঘরেই কাটাতে হবে,
কোনোদিন নিজের ইচ্ছেতে চলতে পারবি না।
কিন্তু এখন আমি পড়ালেখা শেষ করে ছোট্ট একটা চাকরি করে কি করি?
সেই তো উল্টো এখন সকালে রান্না করে,
খেয়ে দুপুরের খাবার টাও গুছিয়ে নিয়ে একার সংসারের সব সামলে,
অফিসে যাই☺️৮ ঘন্টা ডিউটি শেষে শহরের ধুলো ময়লা বাস ট্রেন,
সে এক মহা যুদ্ধ করে বাসায় ফিরে আবার রান্না করে দুমুঠো খাই।
আর নিজের মত চলা বলতে মাস শেষে কিছু টাকার বাড়তি হিসেব করা,
যা আবার মাসের ১৫ তারিখে মধ্যে শেষ।
কি দরকার ছিলো এতো কিছু করার?
স্বামী সংসার ছেলে মেয়ে এই তো জীবন|
কেন যে আগে বুঝলাম না 😆
এখনো রান্না করি তখনো রান্নাই করতাম,
শুধু শুধু অনেকটা সময় আর বাবা-মা,
বড় ভাইয়ের এতে গুলো টাকা খরচ করে কয়েটা কাগজের সার্টিফিকেট কিনলাম।
হুম কোনো লাভ হলো না রান্না আমার আজীবন করাই লাগনে😔
(keya Biswas)
0 মন্তব্যসমূহ