Recents in Beach

মৃত্যু কোনো বয়স হয় না !


  মৃত্যু কোনো বয়স হয় না,

সবাই একদিন মারা যায় কিন্তু কেউ মারা যায় প্রাপ্ত বয়সে।

আর কেউ আকাশ সমান স্বপ্ন গুনতে গুনতে নিজেকে একটা সময় স্বপ্নের মধ্যে বিলিয়ে দিয়ে শেষ নিঃস্বাস ত্যাগ করে। 


জানো তো ভালোবাসা, বিশ্বাস,মায়া আর আশা যত কম করবে ততো  তুমি ভালো থাকবে।


ছোট বেলা থেকে বাবা মাকে বিশ্বাস করবে বয়স বারার সাথে সাথে তুমি ভালো পজিশনে না যেতে পারলে তারাও মুখে কিছু না বল্লেও অবহেলায় বুঝিয়ে দিবে,

আর ভাই বোনদের কথা বলবে তারা তো শুধু দেনা পাওনা নিয়ে ভালোবাসার হিসেব করবে,

ভালোবাসা কি তা তখনই  সুন্দর ভাবে বুঝতে পারবে।


বিয়ের পর স্বামী স্ত্রীকে আর স্ত্রী স্বামীকে বিশ্বাস করে, 

অনেক ভালোবাসে ঠিকই কিন্তু সম্পর্কের সময় বৃদ্ধির সাথে সাথে যখন দুজনের মধ্যে মিল আর অমিলের পার্থক্য শুরু হয় তখনই সিদ্ধান্ত ও পাল্টে যায়,

 ঠিক তখনই বোঝা যায় সত্যিকারের বিশ্বাস ভালোবাসা আর মায়া এসব শুধু সময়ের ব্যবধান মাত্র। 


জীবনে শান্তি,

 প্রেম,

ভালোবাসা,

 মায়া, 

বিশ্বাস সবাই চায়, 

কিন্তু কথা দিয়ে কথা রাখা, 

বিশ্বাসের মর্যাদা দেওয়া, 

গুরুত্ব দিয়ে কথা শোনা, 

ধৈর্যের সাথে সমস্যা মোকাবেলা করা,আর একটু ভালোবেসে কাছের মানুষকে আগলে রাখতে সবাই পারে না বলেই দুনিয়ায় এতো সমস্যা। 


হাহাহা টাকা, 

গায়ের রং,

 এসব নিয়ে সবার কত অভিযোগ, 

আচ্ছা মৃত্যুর পরেও কি এসব থাকে? 

থাকলে হয়তো মানুষ পরকালকেও কিনে রাখতো নিজের বসে।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ