সম্পর্ক.......?
আমরা সবাই জানি সম্পর্ক অনেক ধরনের হয় তবে আমার কাছে সম্পর্ক দুই ধরনের
রক্তের সম্পর্ক, সময়ের সম্পর্ক
আর সব থেকে বড় কথা হলো সব সম্পর্কই স্বার্থের।
যেহেতু বলেই ফেলেছি সব সম্পর্ক স্বার্থের তাহলেও তার কারনটাও বলি।
একটু ভেবে দেখেন আপনার আমার জন্ম কেন হলো?
বাবা মায়ের স্বার্থের জন্য তো।
বৃদ্ধ বয়সে তাদের কে দেখবে এটা ভেবে তারা আমাদের পৃথিবীতে এনেছে আর তাদের এই স্বার্থের সম্পর্ক হয়ে গেলো রক্তের সম্পর্ক।
পৃথিবীর নিয়মে সন্তান হিসেবে আপনাকে আমাকে প্রতিষ্ঠিত করার জন্য তারা প্রতি নিয়ত কত কষ্ট সহ্য করে,
কেন করে?
লাভ কি তাদের?
আমরা প্রতিষ্ঠিত হলে বাবা মা সফল হয়,
কত বড় স্বার্থপর তারা তাই না।
ওপর দিকে যে সময়ের সম্পর্কের কথা বললাম সেটা কি জানেন?
স্কুলের প্রথম দিন আপনার পাশে যে বসেছিলো এবং কিছুদিনের মধ্যে সে আপনার আপনজন হয়ে গেছিলো কিন্তুু আজ হয়তো তার সাথে যোগাযোগ টুকুও নাই।
তারপর হাইস্কুল, কলেজ,ভার্সিটি, অফিস কত কত মানুষের সাথে বন্ধুত্ব হলো সম্পর্ক হলো আবার সময়ের সাথে হারিয়ে গেলো,
দিন শেষে সবার কথা মনেও থাকে না কিন্তু সময়ের স্বার্থ এদের সাথে কতটা আপন সম্পর্ক গড়ে উঠেছিল তাই না?
পৃথিবীর স্বার্থে কিছু দিনের সম্পর্কে আমরা সবাই বিশ্বাসী।
মৃত্যু তো আবার পৃথিবীর স্বার্থই হবে😔
সম্পর্ক বলতে আপনি কার জন্য কতটা করেছেন, কাকে কি দিয়েছেন শুধু তার হিসেব টুকু পরে রবে।
সবাইকে অসংখ্য ধন্যবাদ 🌹
কলমে:@Keya Biswas
কিছু ভুল বলে থাকলে কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাবেন🙏
#relationship #সম্পর্ক
0 মন্তব্যসমূহ