Recents in Beach

একটা বাড়ি করে উপহার হিসেবে দিয়েন

সকল বাবা মায়ের উদ্দেশ্যে বলছি যদি আপনার একটা মেয়ে সন্তান থাকে তাহলে তাকে শুধু পাড়ালেখা করিয়ে বিয়ে দিয়ে দায় ভার থেকে মুক্ত হতে চাইবেন না, যদি সামর্থ্য থাকে তাহলে তাকেও একটা বাড়ি করে উপহার হিসেবে দিয়েন,... বিয়েতে লাখ টাকা খরচ করে আত্মীয় স্বজন খাওয়ালেন কিন্তু দিন শেষে আপনার মেয়েটা ভাসমান নয়তো এটা একটা বার ও ভাবলেন না। মেয়েরা যতই শশুর বাড়িতে যতই ভালো থাকুক না কেন কোনো না কোনো দিন শুনতে হয় এটা তার নিজের বাড়ি না। সংসার সামলে একটু ক্লান্ত হলে বা অনেক দিন পর তার ও মনে হয় একটু কিছু দিন হওয়া বদল করে আসি কিন্তু কোথায় যাবে বাপের বাড়ি? ভাইয়ের সংসার ভাইয়ের বউ আসার আগেই বলবে কতদিন থাকবে এখানে? সারীরিক অবস্থা থেকে মানষিক শান্তি কোথাও থাকে না তাও মেয়েরা দিনের পর দিন মেনে নেয়, অস্তিত্ব হিনতায় কাউকে কিছু বলতেও পারে না। হয়তো সব বাবা মা মেয়ের ভালোর জন্য সব কিছু করে কিন্তু ছেলের জন্য বাড়ি গাড়ি সব কিছু রেখে যেতে পারলেও মেয়েকে বিয়া দেওয়া ছাড়া আর কিছু চিন্তা ও করে না। হয়তো অনেক বাবা মা অনেক কিছু করে কিন্তু সব শেষে একটাই অনুরোধ মেয়েকে মাথা গোজার ঠাই টুকু দিয়েন🙏 পর কখনো আপন হয় না আর আপনারা আপন বাবা মা হয়ে যদি না বুঝেন তাহলে মেয়ের দুঃখ কোনো দিন ঘুচবে না😞 ✒️keya biswas ধন্যবাদ🌹

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ