Recents in Beach

ভাবনার পরিবর্তন। keya biswas

ভাবনার পরিবর্তন। keya biswas

     আমরা প্রয়োজনের তুলোনার অপ্রয়োজনীয় কিছু নিয়ে বেশি ভাবতে পছন্দ করি। 
এই যেমন ধরুন পরীক্ষার সময়ে বইয়ের কথা যতটা না ভাবি তার থেকে বেশি ভাবি ফেসবুকে এ কে কি পোস্ট করলো। 
 কার কোন পোস্ট এ কত লাইক কমেন্ট পরলো, আমি কি কমেন্ট করলাম কি উত্তর আসলো। আমরা আমাদের নিজেদের ভবিষ্যৎ নিয়ে যতটা না ভাবি তার থেকে বেশি ভাবি ৩০ পার হওয়া পাশের বাড়ির মেয়েটার কেন বিয়ে হলো না। আর যদি না হয় ওর সারা জীবন কিভাবে কাটাবে। 
 আবার পাড়ার কোন ছেলেটা চাকুরির বয়স পার হয়েছে
 "অথচ"চাকুরি পেলো না ওই ছেলেটাই বা কি করে খাবে ? 
বিয়ের বয়স ৭ বছর এখনো কোনো সন্তান হয় নি তার কি হবে ? ইত্যাদি ইত্যাদি। 
 "অথচ" আমরা নিজের কথা ভাবিই না। তারপরেও আমাদের আরো অনেক ভাবনা থাকে দেশের অর্থনীতি কত টা বাড়লো কমলো, এত টাকা ভ্যাট দেই আমরা "অথচ" তেমন সুযোগ সুবিধা পাই না 😢।
 এসব নিয়ে কত ভাবনা চিন্তা আমাদের " অথচ" দেশে গাড়ি ভাড়া থেকে তেলের দাম সব কিছু উর্ধমূখি তা নিয়ে আমাদের তেমন সম্যসা হয় না। সত্যি বলতে আমরা নিজের থেকেও বেশি খবর রাখি পাড়া, প্রতিবেশী,অন্য দেশের, অথচ নিজের খবর রাখি না। যেগুলো প্রয়োজন নয় তাই নিয়ে বেশি চর্চা করি আর যে গুলো দরকার সেগুলো নিয়ে ভাবিই না। এটাই আমি আপনি আমরা সবাই, আর আমাদের সবাইকে নিয়েই এ সমাজ, যদি আমরা নিজেকে নিয়ে ভাবি তো একদিন সবাই সবাইকে নিয়া ভাববে। তখনি হবে ভাবনার পরিবর্তন। কলমেঃ Keya Biswas, (Keya Diary) #keya_diary ধন্যবাদ সবাইকে 🙏

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ