ভালোবাসার ভয় I Keya Biswas
>ছেলেটা মেয়েটাকে প্রশ্ন করেছিলো....
আমাদের সম্পর্কটা তাহসান মিথিলার মত হবে না তো?
>মেয়েটা উত্তরে বলেছিল.....
সত্যি কারের ভালোবাসায় বিচ্ছেদ নামক শব্দের কোনো স্থান নেই।
>ছেলেটা আবার বলে..
তাহলে কি তাহসান মিথিলার ভালোবাসা সত্যি ছিলো না?
>মেয়েটা বলে...
সত্যি ছিলো তবে,
>তবে কি?
>তবে প্রথম দিনের মতো নিখুঁত সত্য ছিলো না হয়তো।
>আবার হয়তো কেন?
>এতো কথা না ভেবে এটা ভাবো বুড়া বয়সে আমার দাঁত পরলে, আমায় কেমন লাগবে ভাবো ? আমরা একে অপরের পরিপূরক হয়ে কি করে জীবনের সমাপ্তি ঘটবো।
তা বাদ দিয়া
কোথাকার কোন তাহসান মিথিলা নিয়া পরে আছো।
> সত্যি বলতে খুব ভয় হয় আমরাও তো সেই ভার্সিটির প্রথম বর্ষ থেকে এ নাম হীন সম্পর্ক নিয়ে একে অপরের সাথেই থেকে গেলাম, এর পর বিয়ে, বাচ্চা তার পর যদি বিচ্ছেদ হয় আমি বাঁচবো না। সত্যি আমি মরে যাবো।
>এই এসব বাদ দিয়া এখন ঘুমাও, আর মনে রেখো আমরা সারা জীবন একসাথেই থাকবো।
গুড নাইট ❤
> গুড নাইট ❤
0 মন্তব্যসমূহ