কবিতাঃ আমি চাই
কলমেঃ কেয়া বিশ্বাস
আমি চাই...
আমাদের ও একটা গল্প হোক
ভালোবাসা থাকুক, দুঃখও আসুক,
তবে কখনো বিচ্ছেদ না হোক।
আমি চাই....
তুমিও আমার মত কবিতা ভালোবাসো
মন খারাপের দিনে,
কবিতার বইয়ে মুখ লুকিয়ে ইচ্ছে মত হাসে।
আমি চাই...
বৃদ্ধ বয়সে তুমি আমার চোখ হও,
রাস্তায় বেড় হলে লাঠি হয়ে আমার হাত ধোরে হাঁটো,
মুখের সামনে খাবার তুলে ধরো।
আমি চাই....
তুমি শুধু আমার হও,
আর কারো সাথে যোগাযোগ না করে আমকে নিয়েই আজীবনের বেঁচে থাকার গল্প শোনাও।
আমি চাই...
পৃথিবীর সব গল্প হার মেনে যাক তোমার আমার গল্পের কাছে,
নতুন করে প্রেম হোক আমাদের সেই বৃদ্ধ বয়সে,
লোকে দেখুক ভালোবাসা অজীবন বেঁচে থাকে
।
0 মন্তব্যসমূহ