Recents in Beach

ভালোবাসার মৃত্যু

মেয়েটা শেষ বারের মত ছেলেটাকে বলেছিলো ভালোবাসি, 
ছেলেটা সিগারেটে টান দিতে দিতে বলে সে আর নতুন কি?
 মেয়েটা আবারো বলে ভালোবাসি... 
 ছেলেটা একটু রেগে গিয়ে বলে,
 নতুন কিছু থাকলে বলো নয়তো বাসায় চলে যাও ও-ই এক কথা বহুদিন বহুবার শুনেছি।
 মেয়েটা এসব কথা না শুনেই আবার বলে উঠে ভালোবাসি।
 ছেলেটা এই প্রচন্ড রেগে গিয়ে মেয়েটার গালো একটা চর বসিয়ে বলে এবারো বলবে ভালোবাসো?
মেয়েটা বেহায়ার মত মাথা নিচু করে বলে ভালোবাসি।
 ছেলেটা আর কিছু না বলে মেয়েটাকে একটু কাছে টেনে নিবে বলে এক পা সামনে এগোতেই,
মেয়েটা হঠাৎ ঝড়ে পরা গাছের মত মাটিতে পড়ে গেলো।
 মেয়েটা শেষ নিঃশ্বাস অব্ধি বলে গেলো ভালোবাসি।
 আর ছেলেটা ভালোবাসি বলতে গিয়েও বলতে পারলো না গলা আটকে গেলো শোকের করুন অবস্থায়। তার পর অনেক দিন কেউ ছেলেটাকে দেখেনি, 
কোথায় যেনো হারিয়ে গেছিলো, 
 কিছু আগে আবার বসন্তের আগমণে সেই রাস্তার পাশে ছেলেটা ছেরা জামা, 
ছেরা পেন্ট গাল ভর্তি দাড়ি,
 মাথায় ময়লা চুল কি বিচ্ছিরি অবস্থায় কি জানি একা একা ভালোবাসি, 
ভলোবাসি, 
ভালোবাসি বলেই চলছে অবিরাম। 

 শিরোনামঃ ভালোবাসার বসন্তের মৃত্যু
 কলমেঃ কেয়া বিশ্বাস Keya Biswas

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ