জীবনের গল্প পাল্টে প্রেমিক কে ছেড়ে যখন অন্য এক অচেনা পুরুষের হাত ধরে তার সাথে পরিবারের কথা মত চলে আসলাম ঠিক সেই মুহুর্তেই বুঝেছিল জীবন কত কষ্টের।
একজনকে নিয়ে হাজারো স্বপ্ন সাজিয়ে কল্পনাতে সেই স্বপ্ন গুলো লালন করার পর অন্য কাউকে নিজের মানুষ ভাবতেও খারাপ লাগে, তবে কিছু করার ছিলো না।
ভালোবাসার মানুষকে শেষ বারের মতো বলেছিলাম চলো নিজেদের মত জীবন শুরু করি,
কিন্তু তিনি এক কথায় বলে দিলেন দুজন বেকার কিভাবে একটা পরিবার চালাবে,
তুমি বরং বিয়ে করে নাও ভালো থাকবে।
তার পরেও অনেক বার বলেছিলাম ভালোবাসি তেমাকে এভাবে আমাকে ফিরিয়ে দিও না।
একদিন দুজনেই ভালো কিছু করতে পারবো।
কিন্তু তার এক কথা তিনি এখন বিয়ে করতে পারবে না।
নিজের চোখের সামনে স্বপ্ন গুলোকে ভেঙে চুরে একাকার করে চলে এলাম,
কেউ ফিরিয়ে দিলে নিজের শেকর পরিবারকে খুব আপন মনে হয়,
তার পর বাধ্য মেয়ের মতো বিয়ে করে নিলাম তবে সব কিছু পেয়েও মনের ভিতর কি জানি না পাওয়ার যন্ত্রণায় ছটফট করতে ছিলাম।
কাউকে কিছু বলতে পারলাম না শুধু দিনের পর দিন নিজেকে শান্তনা দিতে লাগলাম জীবনের যা হয়েছে ভালোর জন্য হয়েছে।
কিন্তু নিজের মনেই মানতে পারলাম না সব ভালোর জন্য হয়েছে কি না?
প্রেমিক ছিলো খুব সচেতন হাত ধরে রাস্তা পার করতো, আর স্বামী হলো খুব দায়িত্ব বান হাতে ১০০০০ টাকা ধরিয়ে দিয়ে বলে সাবধানে যেও।
প্রেমিক ছিলো ভালোবাসা, যত্নে রাখতো সব সময়,
আর স্বামী হলে অধিকারের নিজের তৃপ্তি খোঁজে সারা খন।
কিভাবে ভাুলবো সে প্রেমিকের গল্পটাকে।
এ সংসারে এসে আমি সংসারী হয়েছি তবে নিজোর বলতেও যে কিছু শক আহ্লাদ কিছু স্বপ্ন আছে সেটা ভুলেই গেছি।
সত্যি বলতে স্বামী কখনো প্রেমিকের মত হতে পারে না,
দায়িত্ব নিলেই জীবনের সব কিছু পুরোন হয় না।
সম্পর্কে ভালোবাসা না থাকলে জীবন সত্যি বৃথা।
শিরোনামঃ স্বামী কখনো প্রেমিকের মত হতে পারে না।
কলমেঃ কেয়া বিশ্বাস
0 মন্তব্যসমূহ