"জীবনে আর যাই করো না কেনো কাউকে অতিরিক্ত মূল্য দিতে যেও না...
প্রয়োজনের তুলনায় বেশি পেয়ে গেলে মানুষ সেটা হজম করতে পারে না, বমি করে দেয় !!
যেখানে যার যতটুকু দরকার সেখানে তাকে ততটুকুই দেয়া উচিত...
যখনই তুমি কাউকে বেশি মূল্য দিতে যাবে তখনই মানুষ তার নিজের রুপ বদলে ফেলে...
নিজেকে অহংকারী ভাবতে শুরু করে দেয় !!
কাউকে অতিরিক্ত মূল্য দিয়ে তার কাছে নিজেকে সস্তা করে ফেলো না...
নিজের মূল্যটা ধরে রাখার জন্য হলেও কখনো কখনো কঠোর হওয়া দরকার...
কারণ সবাই অতিরিক্ত মূল্য পাওয়ার মর্যাদা বুঝে না !!
.
মনে রেখো তুমি প্রয়োজনের চেয়ে যাকে যতটুকু বেশি মূল্য দিবে তার কাছে ততটুকুই মূল্যহীন হয়ে উঠবে...
যার কাছে যতটুকু নামবে তার কাছে ততটুকই ডুববে...
তাই মাঝে মধ্যে নিজের মূল্যটা ধরে রাখার জন্য হলেও স্বার্থপর হওয়া দরকার !!
অতি আবেগী হতে যেও না...
অতিরিক্ত আবেগ সব সময়ই তোমাকে ছোট করে রাখবে...
ভালো থাকতে হলে মাঝে মধ্যে একটু নিষ্ঠুর হতে হয়...
যার জন্য তুমি অতিরিক্ত কিছু করতে যাবে দিনশেষে তার কাছেই তো কোনো কারণে অপরাধী হয়ে যাবে...
দিন শেষে তোমাকেই ভুল বুঝবে !!
তুমি যাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েও পেলে না, তাহলে ভেবে নাও সেই মানুষটা তোমার জন্য সঠিক ছিলো না...
যে সঠিক মানুষ তার কাছে নিজের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মূল্যহীন হতে হবে না বরং সে নিজেই সব সময় তোমার পাশে থাকবে !!
তাই কখনো অন্যের কাছে অতিরিক্ত মূল্য দিয়ে নিজেকে মূল্যহীন করে তুলো না...
নিজেকে ভালোবাসতে শিখো...
নিজেকে ভালোবাসতে পারলে তোমাকে গুরুত্ব দেয়ার মানুষের অভাব হবে না...
গুরুত্ব দেয়ার থেকে পাওয়াটা বেশি ভাগ্যের ! !
0 মন্তব্যসমূহ